Ajker Patrika
হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

বিজ্ঞপ্তি

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর
আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর। ছবি: সংগৃহীত

এমএসএমই খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাংকের বেসরকারি খাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে ৩৫ মিলিয়ন ডলারের আর্থিক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন এবং আইএফসি রিজিওনাল ইন্ডাস্ট্রি ডিরেক্টর ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক মি. অ্যালেন ফরলেমু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর শেষে চুক্তিপত্র বিনিময় করেন।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান এবং এ এন এম মাহফুজ, এসইভিপি জিয়া আরফিন, আইএফসির উইলফ্রেড ট্যামেগনন (ম্যানেজার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা) গতকাল সোমবার ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অ্যালেন ফরলেমু বলেন, ‘আইএফসি বাংলাদেশের আর্থিক খাতের চলমান অংশীদার হিসেবে এমএসএমই খাতের সম্প্রসারণের জন্য অর্থের জোগানে কাজ করছে। এমএসএমই এ দেশের অর্থনীতির মেরুদণ্ড। ব্যাংক এশিয়ায় আমাদের বিনিয়োগ বাংলাদেশের বেসরকারি খাতকে শক্তিশালী করার জন্য চলমান প্রতিশ্রুতির অংশ, এর মাধ্যমে এসএমই খাতের সম্প্রসারণ, বাণিজ্য এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হবে।’

এই অনুষ্ঠানে বক্তব্য দেন সোহেল আর কে হোসেন। তিনি বলেন, ব্যাংক এশিয়া তাঁর শক্তিশালী ব্যালান্স শিট এবং প্রায় ৮ মিলিয়ন গ্রাহকের পাশাপাশি এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের সুবিধার মাধ্যমে তার এসএমই পোর্টফোলিও সম্প্রসারণে এক অনন্য অবস্থানে রয়েছে। ব্যাংক এশিয়া বাংলাদেশে এজেন্ট ব্যাংকিংয়ের পথিকৃৎ।

মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

আইএমএফের ঋণে শর্ত: ৩ মাসে ২ লাখ কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে

প্রশ্নের মুখে ডিজিটাল ব্যাংকের ভবিষ্যৎ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিতে চুক্তি করল ডাবর বাংলাদেশ

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন

পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি সই এশিউর গ্রুপের

ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে আইএফসি

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত