Ajker Patrika
হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সোশ্যাল ইসলামী ব্যাংকের সাফা বন্দর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ

বিজ্ঞপ্তি

সোশ্যাল ইসলামী ব্যাংকের সাফা বন্দর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ
সোশ্যাল ইসলামী ব্যাংকের সাফা বন্দর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ। ছবি: সংগৃহীত

সোশ্যাল ইসলামী ব্যাংকের সাফা বন্দর শাখার উদ্যোগে ১৮ জানুয়ারি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত।

সাফা বন্দর শাখার ব্যবস্থাপক আলা-নূর মুহাম্মদ হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের মার্কেটিং ও ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মিসেস সামিয়া তাহসিন, ঝালকাঠি শাখার ব্যবস্থাপক সৈয়দ কামরুল আহসান, বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমীন শরীফ ও ভাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান হাওলাদারসহ শাখার কর্মকর্তারা।

সমাবেশে প্রায় ৪০০ গ্রাহক যোগ দেন এবং তাঁরা ব্যাংকের সেবায় সন্তুষ্টি প্রকাশ করে ব্যাংকের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক দেশের শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি ব্যাংক। তিন দশক ধরে এই ব্যাংক গ্রাহকদের চাহিদামাফিক ব্যাংকিং সেবা দিয়ে আসছে। বিগত সরকারের সময় এই ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে দুর্বৃত্তায়ন হয়েছিল, যার প্রভাব সাম্প্রতিক সময়ে দেখা গেছে। বর্তমানে সোশ্যাল ইসলামী ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে; ফলে গ্রাহকদের মাঝে আস্থা পুনরায় ফিরে এসেছে। তিনি গ্রাহকদের এই ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

আইএমএফের ঋণে শর্ত: ৩ মাসে ২ লাখ কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে

প্রশ্নের মুখে ডিজিটাল ব্যাংকের ভবিষ্যৎ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিতে চুক্তি করল ডাবর বাংলাদেশ

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন

পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি সই এশিউর গ্রুপের

ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে আইএফসি