Ajker Patrika
হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞপ্তি

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেমের সঙ্গে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেছে।

সৌজন্য সাক্ষাৎ মূল লক্ষ্য ছিল উভয় প্রতিষ্ঠানের আস্থা ও ব্যাংকিং সম্পর্ক শক্তিশালী করা এবং ব্যাংকের আর্থিক সেবা ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের নতুন উপায় অনুসন্ধান করা। প্রতিনিধিদলের পক্ষ থেকে সাউথইস্ট ব্যাংকের শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে কার্যক্রমকে ইতিবাচক হিসেবে চিহ্নিত করা হয় এবং ব্যাংকের আর্থিক সেবার মানের ভূয়সী প্রশংসা করা হয়।

বৈঠকে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেমকে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মিশন কর্তৃক পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলো পরিদর্শনের জন্য সবিনয় আমন্ত্রণ জানানো হয়।

সাক্ষাৎকালে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের জেনারেল সেক্রেটারি এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার আ ফ ম গোলাম শারফুদ্দিন, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাশেম বলেন, ‘সাউথইস্ট ব্যাংক সব সময় দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নই দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের অন্যতম হাতিয়ার এবং এই লক্ষ্য অর্জনে আমাদের সহযোগিতার হাত সর্বদাই প্রসারিত থাকবে।’

প্রফেসর গোলাম রহমান বলেন, ‘ঢাকা আহ্ছানিয়া মিশন ও আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সাউথইস্ট ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে আমরা আরও সহজ এবং ব্যাপকভাবে শিক্ষা বিস্তারে অবদান রাখতে পারব।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন শিক্ষা খাতে উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিশেষ শিক্ষার্থী অ্যাকাউন্ট, শিক্ষা ঋণ এবং গবেষণা তহবিলের মাধ্যমে শিক্ষা খাতে ব্যাংকের অবদান রাখার উদাহরণ তুলে করেন। তিনি আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যাংকের টিউশন ফি কালেকশন সেবা, পে-রোল ব্যাংকিং, ক্রেডিট কার্ড সেবা এবং এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সাউথইস্ট এডুফিন’-এর সুবিধা এবং প্লেসমেন্ট অব ফান্ডের সম্ভাবনার ওপর আলোকপাত করেন।

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক ব্যাংকের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের জন্য আর্থিক সেবার সহজলভ্যতা বৃদ্ধি, গবেষণা ও উন্নয়নে সহায়তা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ সৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করেন।

মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

আইএমএফের ঋণে শর্ত: ৩ মাসে ২ লাখ কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে

প্রশ্নের মুখে ডিজিটাল ব্যাংকের ভবিষ্যৎ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিতে চুক্তি করল ডাবর বাংলাদেশ

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন

পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি সই এশিউর গ্রুপের

ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে আইএফসি