Ajker Patrika
হোম > শিক্ষা

আইইএলটিএস লিসেনিং (পর্ব-২.৩)

এ টি এম মোজাফফর হোসেন

আইইএলটিএস লিসেনিং (পর্ব-২.৩)

[Approach to Listening]

খ. রেকর্ডিং শুরু হলে করণীয়

এতক্ষণ প্রশ্নপত্র দেখেছেন, বিশ্লেষণ করেছেন এবং সম্ভাব্য উত্তর ধরে নিয়েছেন। এখন রেকর্ডিং শোনার পালা। এবার রেকর্ডিং শুনে প্রশ্নপত্রের ওপর নোট নিতে থাকুন। যেহেতু সম্ভাব্য উত্তর কী হবে তা আগে থেকে জানেন, তাই সঠিক উত্তর ধরতে পারা সহজ হবে। তবে যতটা সম্ভব নোট নিতে থাকুন। প্রয়োজন না হলে বাদ দেওয়া যাবে; কিন্তু নোট না নিলে কোনো তথ্য-উপাত্ত পরে আর পাওয়া যাবে না।

গ. রেকর্ডিং শেষ হলে করণীয়

রেকর্ডিং শেষ হলে উত্তরগুলো উত্তরপত্রে (অ্যানসার শিট) ওঠান। তবে উত্তর নিজে মেলাবেন না। আপনার পার্শ্ববর্তী কাউকে দিয়ে মেলান। যেগুলোর উত্তর সঠিক হয়নি, তা আবার শুনুন। এবার দেখুন, উত্তর সঠিক হয়েছে কি না। রেকর্ডিং শেষে (যদি কোনো প্রশ্নের জবাব ভুল করে থাকেন, তবে নিজে চেক না করে আপনার বন্ধুকে দিয়ে করান)।

প্রথমবার উত্তর সঠিক হলে বুঝবেন যে আপনার দক্ষতা আছে।

দ্বিতীয়বার উত্তর সঠিক হলে

  • ধরুন ১৭ নম্বর প্রশ্নটি ভুল হয়েছিল। আপনার বন্ধু আপনাকে জানিয়েছিল। পরে আবার শুনে সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন।
  • যে ভুল করেছেন, তা যদি বুঝতে পারেন এবং কেন ভুল করেছেন, তার কারণ ধরতে পারেন, তবে বুঝবেন যে আপনার দক্ষতা আছে।
  • আগে এমনটি কেন হয়েছিল? উত্তর সঠিক করতে যে দক্ষতার প্রয়োজন, তা আপনার রয়েছে। তবে সেটা নিতান্তই অমনোযোগী হওয়ার কারণে হয়েছিল।

এবারও উত্তর সঠিক না হলে

  • ধরুন ২০ নম্বর প্রশ্নও ভুল হয়েছিল। আপনার বন্ধু আপনাকে জানিয়েছিল। পরে আবার শুনেও উত্তর সঠিক করতে পারেননি। পরে টেপ স্ক্রিপ্ট পড়েছেন, কিন্তু বোঝেননি যে কেন ভুল করেছেন।
  • যদি ভুল ধরতে না পারেন এবং কেন করেছেন তা বুঝতে না পারেন, তবে বুঝবেন যে আপনার দক্ষতার অভাব রয়েছে।
  • পরবর্তী পরীক্ষায় বসার আগে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করুন। প্রতিটি পাঠদানে কী দক্ষতা প্রয়োজন, তা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। দক্ষতাগুলো জেনে নোটবুকে লিখে রাখুন এবং অনুশীলন করুন।

ilts

সারসংক্ষেপ একনজরে

  • ইনস্ট্রাকশন বলে দেয়, কী করতে হবে, কীভাবে করতে হবে এবং কী করা যাবে না। ইনস্ট্রাকশন আমাদের নিরাপদ রাখে। টাইটেল/ সাবটাইটেল পড়লে বিষয়টির ওপর সার্বিক ধারণা পাওয়া যায়। উদাহরণের অংশ কখনো প্যারাফ্রেজ করা হয় না। কি পয়েন্টসের ওপর সঠিক জবাব নির্ভর করে।
  • রেকর্ডিং শোনার আগে প্রশ্নপত্র পড়তে শিখুন। তাহলে জেনে যাবেন কী করতে হবে সঠিক উত্তরের জন্য। এবার রেকর্ডিংয়ের টেক্সটের (লিখিত রূপ) সঙ্গে প্রশ্নপত্র মেলান। দেখুন প্রশ্নপত্র কীভাবে থাকে এবং সেটা রেকর্ডিংয়ে কীভাবে বলা হয়। এবার বাস্তবে অনুশীলন করুন। কেমব্রিজ বুকলেটে অনেক লিসেনিং প্রশ্ন (বাস্তব) দেওয়া আছে। তা ছাড়া ইন্টারনেটে অনেক লিসেনিং প্রশ্ন পাবেন। অনুশীলন করুন।

অধিক জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন-১: লিসেনিংয়ে এসব আমরা কেন করছি?

উত্তর-১: এ পদ্ধতিতে অনুশীলন করলে পুরো বিষয়ের ওপর গভীর ধারণা হয়, যা সঠিক উত্তর খুঁজে পেতে সাহায্য করে।

[পরবর্তী পাঠদান–৩: লিসেনিংয়ে মোডিফায়ার]

লেখক: সেলটা ও মোস্তাকিম শুভ, সেলটা

আরও পড়ুন:

ইরাসমাস মুন্ডাস বৃত্তি পেয়ে ফিনল্যান্ডে যাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থী ইউসুফ

সম্পর্ক হলো নানা ফ্লেভারের আইসক্রিমের মতো, বললেন তামান্না ভাটিয়ার প্রাক্তন

ঈদের ছুটির যথাযথ ব্যবহার হবে বুদ্ধিমানের কাজ

সবাই মিলে ঈদ

পাঠকবন্ধু এইউবি শাখার উদ্যোগে ইফতারি বিতরণ

ঈদ আনন্দে মিলুক প্রাণ

বই যাঁর ধ্যানজ্ঞান

সীমাবদ্ধতা স্বীকার করাও বুদ্ধিমত্তা

কানাডায় আলবার্টা বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

বুয়েটের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১২ এপ্রিল