Ajker Patrika

ঢাবি উপাচার্য

ঈদের ছুটির যথাযথ ব্যবহার হবে বুদ্ধিমানের কাজ

পাঠকবন্ধু ডেস্ক
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি: সংগৃহীত
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি: সংগৃহীত

একটা বিশেষ সময়ে এবার ঈদুল ফিতর আমাদের সামনে হাজির হচ্ছে। নিরাপদ পরিবেশে আমরা পরিবারের সঙ্গে এই ঈদ আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব। ঈদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যাঁরা ঢাকায় থাকবেন, তাঁদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, যাঁরা বিশেষ কারণে পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পারছেন না, তাঁরা যেকোনো সময় ভিসি বাংলোতে আমার এবং আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন।

আমরা সবাই একটা পরিবারের মতো। তাই আমিও তাঁদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে চাই। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, এবার আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। এই ছুটিতে সেই ক্ষতি কিছুটা হলেও শিক্ষার্থীরা কাটিয়ে উঠতে পারবেন।

যেহেতু তাঁরা এবার একটা লম্বা ছুটি পাচ্ছেন, এটার যথাযথ ব্যবহার হবে বুদ্ধিমানের কাজ। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের বেশির ভাগ শিক্ষার্থী আবাসিক হল ছেড়ে যাচ্ছেন বলে শুনেছি। যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নে শিক্ষার্থীদের অনেক বেশি সচেতন হতে হবে।

বেশির ভাগ শিক্ষার্থীর ক্যাম্পাস ছেড়ে যাওয়ায় নিরাপত্তা একটা ইস্যু দেখা দিতে পারে। এ বিষয়ে সবার জায়গা থেকে আমাদের সচেতন থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিরাপত্তা ইস্যুতে তৎপর রয়েছে। ঈদের ছুটিতে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে নজরদারি আরও বাড়ানো হবে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত