Ajker Patrika

পাঠকবন্ধু এইউবি শাখার উদ্যোগে ইফতারি বিতরণ

শামসুর নাহার পিংকি
অসহায় মানুষের হাতে ইফতারির প্যাকেট তুলে দিচ্ছেন আবুল হাসান মুহাম্মদ সাদেক। ছবি: পাঠকবন্ধু
অসহায় মানুষের হাতে ইফতারির প্যাকেট তুলে দিচ্ছেন আবুল হাসান মুহাম্মদ সাদেক। ছবি: পাঠকবন্ধু

রমজান মাস সংযম, আত্মশুদ্ধি এবং একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। এই উপলব্ধি থেকে ‘পাঠকবন্ধু’ এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) শাখার উদ্যোগে উত্তরায় পথশিশু, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

ইফতারি বিতরণ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পাঠকবন্ধুর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে দরিদ্র মানুষের হাতে ইফতারি তুলে দেন।

এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল হাসান মুহাম্মদ সাদেক, এইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও পাঠকবন্ধু এইউবি শাখা কমিটির প্রধান উপদেষ্টা মুহাম্মাদ জাফার সাদেক, উপদেষ্টা সহকারী অধ্যাপক মিজানুর রহমান

ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন এইউবি পাঠকবন্ধুর ক্যাম্পাস অ্যাম্বাসেডর হাবিবুল্লাহ মাশরুর ও আহ্বায়ক অলি আহাদ রাজন।

ড. মোহাম্মদ জাফার সাদেক বলেন, শিক্ষার্থীদের মানবিক গুণাবলি বিকাশের জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি শুধু ইফতারি বিতরণ নয়, বরং একটি সামাজিক দায়বদ্ধতার অংশ।

সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা এই ধরনের কাজে অংশ নিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।’

অলি আহাদ রাজন বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও আমরা এ ধরনের নানা মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই।’

স্বেচ্ছাসেবীরা ইফতারির প্যাকেট তুলে দেওয়ার সময় পথশিশু এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটে ওঠে। তারা আনন্দ প্রকাশ করে এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

অধ্যাপক আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, ‘শিক্ষার্থীদের এই ধরনের মানবিক কার্যক্রম আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু দান নয়, বরং একে অপরের প্রতি দায়বদ্ধতা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের এমন উদ্যোগ প্রশংসনীয়। কারণ, এটি তাদের সামাজিক দায়িত্বশীলতা বাড়াবে এবং ভবিষ্যতে মানবসেবায় অনুপ্রাণিত করবে।’

আয়োজকেরা জানান, এটি শুধু ইফতারি বিতরণ নয়, বরং মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার এক ছোট্ট প্রয়াস। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে সমাজের আরও বেশি অসহায় মানুষ উপকৃত হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত