কুমুদিনী সরকারি কলেজ শাখা
রাদিয়া শানজান ইশমা
ঈদ মানেই খুশি, আনন্দ আর উৎসব। কিন্তু সমাজের কিছু মানুষ এই আনন্দ থেকে বঞ্চিত থাকে। ছোট্ট শিশু রায়হান, যার বাবা অসুস্থ থাকায় নতুন জামা কেনা হয়নি। ১৩ বছরের ইসমাইল, বাবা-মা থেকেও নেই তার; একটি মনিহারি দোকানে কাজ করে, যেখানে ঈদের নতুন জামা যেন বিলাসিতা। ষাটোর্ধ্ব সালাম মিয়া পক্ষাঘাতগ্রস্ত হয়ে একাকী, মানবেতর জীবনযাপন করছেন। তাঁর ছেলেমেয়েরা নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত, বৃদ্ধ পিতাকে দেখার সময়টুকু পর্যন্ত নেই। নৈশপ্রহরী রহমত হোসেন, স্বল্প আয়ে নিজের পরিবার নিয়ে ভালোভাবে ঈদ করতে পারেন না।
পাঠকবন্ধু কুমুদিনী সরকারি কলেজ শাখা এই দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফোটাতে এক মানবিক উদ্যোগ নিয়েছে। শাখার প্রধান উপদেষ্টা, কুমুদিনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকতার হোসেন এবং শাখার সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় সাতটি পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উপদেষ্টা আকতার হোসেন বলেন, সমাজ উন্নয়নে পাঠকবন্ধুর পক্ষ থেকে শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে, নিঃসন্দেহে তা প্রশংসা করার মতো। এভাবেই বিভিন্ন উদ্যোগ নিয়ে তারা বাংলাদেশকে একটি মানবিক দেশে পরিণত করবে, এটিই আমাদের চাওয়া। এ ছাড়া কুমুদিনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
টাঙ্গাইল সদরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার রোজিনা বেগম, সালাম মিয়া; ভ্যানচালক শামসু, যুথী, রহমত হোসেন, আকলিমা; পরিচ্ছন্নতাকর্মী সবুজ ও ইসমাইলের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার।
উপহার পেয়ে রোজিনা বেগম বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। অনেক কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। সামর্থ্য না থাকায় বাচ্চাদের নতুন জামা কিনে দিতে পারছিলাম না। পাঠকবন্ধুর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই।’ ঈদের উপহার পেয়ে ইসমাইলের মুখে ফুটে ছিল যেন বাঁধ ভাঙা হাসি। পরিচ্ছন্নতাকর্মী সবুজ বলেন, ‘পাঠকবন্ধু আমাদের ঈদ উপহার দিয়েছে। এই উপহারটুকু মায়ের হাতে তুলে দেব। ঈদ এবার আমাদের ভালো কাটবে।’
আকলিমা বলেন, ‘মানুষের বাসায় কাজ করে যা পাই, তা দিয়ে সংসার চালানোই কঠিন। ঈদে কিছু সঞ্চয় হয় না। এবার ঈদ উপহার পেয়ে বাচ্চাদের জন্য একটু সেমাই, পোলাও দিতে পারব ভেবে খুব ভালো লাগছে।’
উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন পাঠকবন্ধু কুমুদিনী সরকারি কলেজ শাখার সভাপতি নাঈমা ইসলাম ইকরা, সহসভাপতি নুসরাত জাহান আয়েশা, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল হক, সদস্য তাবাসসুম রাইসা লী, আহ্বায়ক রাদিয়া শানজান ইশমা প্রমুখ।
ঈদ মানেই খুশি, আনন্দ আর উৎসব। কিন্তু সমাজের কিছু মানুষ এই আনন্দ থেকে বঞ্চিত থাকে। ছোট্ট শিশু রায়হান, যার বাবা অসুস্থ থাকায় নতুন জামা কেনা হয়নি। ১৩ বছরের ইসমাইল, বাবা-মা থেকেও নেই তার; একটি মনিহারি দোকানে কাজ করে, যেখানে ঈদের নতুন জামা যেন বিলাসিতা। ষাটোর্ধ্ব সালাম মিয়া পক্ষাঘাতগ্রস্ত হয়ে একাকী, মানবেতর জীবনযাপন করছেন। তাঁর ছেলেমেয়েরা নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত, বৃদ্ধ পিতাকে দেখার সময়টুকু পর্যন্ত নেই। নৈশপ্রহরী রহমত হোসেন, স্বল্প আয়ে নিজের পরিবার নিয়ে ভালোভাবে ঈদ করতে পারেন না।
পাঠকবন্ধু কুমুদিনী সরকারি কলেজ শাখা এই দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফোটাতে এক মানবিক উদ্যোগ নিয়েছে। শাখার প্রধান উপদেষ্টা, কুমুদিনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকতার হোসেন এবং শাখার সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় সাতটি পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উপদেষ্টা আকতার হোসেন বলেন, সমাজ উন্নয়নে পাঠকবন্ধুর পক্ষ থেকে শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে, নিঃসন্দেহে তা প্রশংসা করার মতো। এভাবেই বিভিন্ন উদ্যোগ নিয়ে তারা বাংলাদেশকে একটি মানবিক দেশে পরিণত করবে, এটিই আমাদের চাওয়া। এ ছাড়া কুমুদিনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
টাঙ্গাইল সদরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার রোজিনা বেগম, সালাম মিয়া; ভ্যানচালক শামসু, যুথী, রহমত হোসেন, আকলিমা; পরিচ্ছন্নতাকর্মী সবুজ ও ইসমাইলের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার।
উপহার পেয়ে রোজিনা বেগম বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। অনেক কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। সামর্থ্য না থাকায় বাচ্চাদের নতুন জামা কিনে দিতে পারছিলাম না। পাঠকবন্ধুর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই।’ ঈদের উপহার পেয়ে ইসমাইলের মুখে ফুটে ছিল যেন বাঁধ ভাঙা হাসি। পরিচ্ছন্নতাকর্মী সবুজ বলেন, ‘পাঠকবন্ধু আমাদের ঈদ উপহার দিয়েছে। এই উপহারটুকু মায়ের হাতে তুলে দেব। ঈদ এবার আমাদের ভালো কাটবে।’
আকলিমা বলেন, ‘মানুষের বাসায় কাজ করে যা পাই, তা দিয়ে সংসার চালানোই কঠিন। ঈদে কিছু সঞ্চয় হয় না। এবার ঈদ উপহার পেয়ে বাচ্চাদের জন্য একটু সেমাই, পোলাও দিতে পারব ভেবে খুব ভালো লাগছে।’
উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন পাঠকবন্ধু কুমুদিনী সরকারি কলেজ শাখার সভাপতি নাঈমা ইসলাম ইকরা, সহসভাপতি নুসরাত জাহান আয়েশা, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল হক, সদস্য তাবাসসুম রাইসা লী, আহ্বায়ক রাদিয়া শানজান ইশমা প্রমুখ।
মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটি ‘শ্রদ্ধায় গৌরবে স্বাধীনতা দিবস’ শিরোনামে বিশেষ আলোচনা সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের শহীদ ইমতিয়াজ হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
১ ঘণ্টা আগেইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী দ্বিতীয় পর্বের জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘এফ ইলেভেন সি শার্প সিজন টু’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান আলোকচিত্রীরা এই আয়োজনে অংশগ্রহণ করছেন।
২ ঘণ্টা আগেপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তোমাদের শুভেচ্ছা জানিয়ে ইংরেজি প্রথম পত্রে ভালো ফল করার জন্য কিছু প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। ইংরেজি প্রথমপত্র মোট ১০০ নম্বরের, যা দুটি অংশে বিভক্ত Part A: Reading Test (৫০ নম্বর) এবং Part B: Writing Test (৫০ নম্বর)। Reading Test অংশে প্রথমেই একটি Seen Passage থাকবে...
১৪ ঘণ্টা আগেতুরস্কে সাবানসি বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো আন্তর্জাতিক শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে...
১৪ ঘণ্টা আগে