Ajker Patrika

কানাডায় আলবার্টা বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক
আলবার্টা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
আলবার্টা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

কানাডায় ইউনিভার্সিটি অব আলবার্টা বৃত্তি-২০২৫-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত আলবার্টা বিশ্ববিদ্যালয় বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। সাধারণত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়ে থাকে।

এটি কানাডার আলবার্টার এডমন্টনে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় ১৯০৮ সালে আলবার্টার প্রথম প্রিমিয়ার আলেকজান্ডার ক্যামেরন রাদারফোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম রাষ্ট্রপতি হেনরি মার্শাল টোরির হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ের এডমন্টনে চারটি ক্যাম্পাস রয়েছে।

সুযোগ-সুবিধা

ইউনিভার্সিটি অব আলবার্টা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তির সুবিধা দিয়ে থাকে। প্রথম বর্ষের আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা পারমিটসহ একটি বৃত্তি দেওয়া হয়। এই বৃত্তির মূল্য ৯ হাজার ডলার, যা চার বছরের জন্য প্রযোজ্য। এ ছাড়া গোল্ড স্ট্যান্ডার্ড বৃত্তি, ডক্টরাল বৃত্তি, মাস্টার্স প্রবেশিকা বৃত্তিসহ একাধিক বৃত্তির সুযোগ রয়েছে।

অধ্যায়নের ক্ষেত্রসমূহ

আলবার্টা বিশ্ববিদ্যালয় ২০০টিরও বেশি স্নাতক ডিগ্রি, ৫০০টিরও বেশি স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম অফার করে থাকে। এগুলো হলো: নার্সিং, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, মেডিসিন ও দন্ত চিকিৎসা, বিজ্ঞান, প্রকৌশল, আইন, সামাজিক বিজ্ঞান, আলবার্টা স্কুল অব বিজনেস, কৃষি ও পরিবেশ বিজ্ঞান।

আবেদনের যোগ্যতা

আন্তর্জাতিক যেকোনো শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতক ডিগ্রির জন্য আবেদন করতে হলে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। মাস্টার্স ডিগ্রির জন্য আবেদন করতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আর পিএইচডি ডিগ্রিতে ভর্তির জন্য মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট দেখাতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত