হোম > শিক্ষা

আইইএলটিএস লিসেনিং (পর্ব-১.৬)

এ টি এম মোজাফফর হোসেন

১৮। সময়ের সঠিক ব্যবহার (টাইম ম্যানেজমেন্ট)

কাউকে যদি অফুরন্ত সময় দেওয়া হতো, তিনি হয়তো সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারতেন। কিন্তু বাস্তবতা বড় কঠিন। এখানে সময়ের স্বল্পতা রয়েছে। এটিও পরীক্ষার অংশ।

সুতরাং জানতে ও শিখতে হবে, কীভাবে অল্প সময়ে সব প্রশ্নের উত্তর দেওয়া যায়। টিপসগুলো জেনে অধিক অনুশীলনের মাধ্যমে দক্ষতাটি অর্জন সম্ভব।

১৯। রেকর্ডিংয়ে খেই হারিয়ে ফেললে রেকর্ডিং একবার শুরু হলে চলতে থাকে। রেকর্ডিংটি শুধু একবারই চলে। তাই কোনো অংশ মিস করলে কোনোভাবেই সেটি আবার শোনার ব্যবস্থা নেই। হতে পারে রেকর্ডিংয়ে আপনি হারিয়ে গেছেন—কী বলছে, কোন প্রশ্নের অংশ নিয়ে কথা বলছে, তা বুঝতে পারছেন না ইত্যাদি। এ অবস্থা চলতে থাকলে একটির পর একটি প্রশ্নের জবাব মিস করতে থাকবেন। তখন ঘাবড়ে যাওয়া অস্বাভাবিক নয়। এমনটি হলে কী করবেন—

আগে থেকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে এমনটি হতেই পারে। মেনে নিন।

  • কোনোভাবেই ঘাবড়ানো যাবে না। মাথা ঠান্ডা রাখতে হবে। ঘাবড়ে গেলে ক্রমাগত পরবর্তী প্রশ্নের উত্তরও মিস করতে থাকবেন।
  • প্রশ্নপত্রে একটু সামনে (পরবর্তী প্রশ্নে) গিয়ে খেয়াল করুন, প্রশ্নের সঙ্গে রেকর্ডিং মেলান। একটু খেয়াল করলে খেই ফিরে পাবেন।
  • এখানে খেই ফিরে পাওয়ার একটি সহজ উপায় রয়েছে। সাধারণত যে অংশে কোনো উত্তর থাকে না, রেকর্ডিংয়ের সেই অংশে প্রশ্নপত্রে যা রয়েছে, তা হুবহু বলে থাকে। এখানকার কথায় কোনো প্যারাফ্রেজ বা অন্য কোনো কৌশল অবলম্বন করে না। সুতরাং সুযোগটি আমরা কাজে লাগাতে পারি। রেকর্ডিং শুনে প্রশ্নপত্রে পরবর্তী প্রশ্নের যে অংশে প্রশ্ন নেই, সে অংশ খেয়াল করলে তা পুনরুদ্ধার করা সম্ভব।
  • হারিয়ে না যাওয়ার আরেকটি উপায় হলো, রেকর্ডিং শোনার সময় দুটি প্রশ্ন একসঙ্গে খেয়াল রাখা। সে ক্ষেত্রে একটি প্রশ্ন মিস করলেও পরেরটা তো রয়েছেই। একসঙ্গে পরপর দুটি প্রশ্ন মিস করার সম্ভাবনা নেই বললে চলে। তবে এমনটির জন্য কঠিন অনুশীলন প্রয়োজন।

২০। উত্তরপত্রে সঠিক উত্তর ওঠানোলিসেনিংয়ের উত্তরপত্রে উত্তরগুলো ওঠানোর জন্য রেকর্ডিং শেষ হওয়ার পর ১০ মিনিট আলাদা সময় দেওয়া হয়। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন উত্তরগুলো ক্রমানুসারে থাকে, ব্যাকরণ ও বানানে সঠিক হয়। উত্তরগুলো ক্যাপিটাল লেটার অথবা ছোট হাতের অক্ষরে (লোয়ার কেস) লিখতে পারেন। যেটাই করুন না কেন, পুরো উত্তরপত্রে যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করতে হবে (অবশ্যই)।

২১। শেষ পর্যন্ত শুনুন

প্রশ্নপত্রের শেষ অবধি পৌঁছানোর পরও রেকর্ডিং চলতে থাকে। আপাতদৃষ্টিতে মনে হবে যে রেকর্ডিং শোনা বন্ধ করা যেতে পারে, এমনটি মোটেও করবেন না। কারণ, তখনো জরুরি কোনো নির্দেশনা থাকতে পারে। তা ছাড়া কখন উত্তরপত্রে উত্তর লেখা শুরু করবেন, তা এখানে বলে দেয়।

২২। অনুমান করুন যদি কোনো প্রশ্নের উত্তর ধরতে ব্যর্থ হন, তবে অনুমান করুন। এখনই সময়। ধারণা করুন, সম্ভাব্য একটা উত্তর দিন। উত্তরপত্র অবশ্যই ফাঁকা রাখবেন না। কারণ, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যায় না।

২৩। লিসেনিং একটি দক্ষতা

অনেকে বলে, লিসেনিংয়ে ভালো করতে কী লাগে? এটা তো নিছক কিছু শোনা। আমি তো কানে ভালোই শুনি। কানে ভালো শুনতে পাওয়া আর ইংরেজি কথোপকথন শুনে তার মর্ম অনুধাবন করা ভিন্ন জিনিস। আবার অনেকে মনে করে, এটি আল্লাহপ্রদত্ত, ওরা পারে, আমি পারি না। বিষয়টি এমন নয়। এটি একটি দক্ষতা। পড়াশোনা করে টিপসগুলো শিখে অনুশীলনের মাধ্যমে এসব দক্ষতা অর্জন করা সম্ভব। আর তা করতে হলে আমাদের লেখাগুলো শেষ

অবধি অনুসরণ করুন। এখানে অনেক জটিল বিষয় খুব সহজভাবে ব্যাখ্যা করে ক্রমানুসারে তুলে ধরা হয়েছে। সঙ্গে রয়েছে অনেক টিপস, যা কম সময়ে বেশি স্কোর তুলতে সাহায্য করবে।

[পাঠদান–২: লিসেনিংয়ের শুরু (আগামী সংখ্যা)]

সেলটা ও মোস্তাকিম শুভ, সেলটা

দেশের ১৯ কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ, শুরু সকাল ১০টায়

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

নিটোরের ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ২ মে

আইইএলটিএস লিসেনিং (পর্ব-২.২)

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পুসাবের কমিটি গঠন

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

সেকশন