শিক্ষা ডেস্ক
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য সবচেয়ে পছন্দের স্থান। কারণ দেশটি বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তির পাশাপাশি সুযোগ-সুবিধাও দিয়ে থাকে। তেমনই একটি হলো ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট বৃত্তি।
এই বৃত্তির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা তিন বছর মেয়াদি পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
স্কলারশিপপ্রাপ্ত ৫০ শিক্ষার্থী সাড়ে তিন বছরে নানান সুবিধা পাবেন। এর মধ্যে টিউশন ফির জন্য সম্পূর্ণ তহবিল দেওয়া হবে। জীবনযাত্রার খরচে সহায়তার জন্য প্রতিবছর ২৫ হাজার ২২৫ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লাখ টাকা) উপবৃত্তি দেওয়া হবে। অধ্যয়নের প্রথম তিন বছরের জন্য বার্ষিক ২ হাজার পাউন্ড হারে একটি ভোগ্য তহবিল দেওয়া হবে। এ ছাড়া গ্র্যাজুয়েট স্কুলের ইভেন্টগুলোতে অংশগ্রহণের সুযোগ থাকবে।
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তরে ডিস্টিংকশন থাকতে হবে। এ স্কলারশিপের আওতায় এমন প্রার্থীরাও সুযোগ পাবেন, যাঁরা স্নাতকোত্তর পর্যায়ে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছেন, কিন্তু প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি অর্জন করেননি। এই স্কিমে তাঁরা আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১০ মার্চ, ২০২৫।