নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪০৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৭২ জন, নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ৫৯২ জন। আর ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ২ জন।
আজ বৃহস্পতিবার এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে শিক্ষাবোর্ডগুলো। প্রকাশিত ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।
গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পর ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হয়।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন প্রায় ৬০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৩৩০ শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ফেল থেকে পাস করেছেন ১৩৭ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০০ জন। আর ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০১ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬১ জন পরীক্ষার্থী। মোট ফল পরিবর্তন হয়েছে ৪৮৫ জনের।
যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২০ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ৭১ জনের।
বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ৮৯ জনের।
সিলেট বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৫ জন পরীক্ষার্থী। নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫ জন পরীক্ষার্থী। মোট ফল পরিবর্তন হয়েছে ৩৪ জনের।
রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৯ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন পরীক্ষার্থী। মোট ফল পরিবর্তন হয়েছে ৭২ জনের।
কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৯৩ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ জন পরীক্ষার্থী। মোট ফল পরিবর্তন হয়েছে ৩৩১ জনের।
দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৪ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২ জন পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ৯২ জনের।
ময়মনসিংহ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪৭৬ জন পরীক্ষার্থী। নতুন জিপিএ-৫ পেয়েছেন ২২৩ জন। ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ১ জন।
এদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফলে দেখা গেছে, ফেল থেকে পাস করেছেন ১০ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। জিপিএ পরিবর্তন হয়েছে ১৩ জনের। ফলাফলে পরিবর্তন এসেছে ৩৬ জনের।