১৮ দিনের লড়াই শেষ। মারা গেছেন প্রয়াত ভারতীয় গায়ক শক্তি ঠাকুরের স্ত্রী ও গায়িকা মোনালি ঠাকুরের মা মিনতি ঠাকুর। মা হারানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন মোনালি। আজ শুক্রবার মায়ের মৃত্যুর খবর জানালেন তাঁর বোন মেহুলি ঠাকুর। সামাজিক মাধ্যমে লেখেন, ‘শিকল ছিঁড়ে গেছে, অবশেষে কষ্টের অবসান। বেলা ২টা বেজে ১০ মিনিটে মা স্থির হয়ে গেছেন।’
মোনালি ঠাকুরের মা কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। ডায়ালাইসিস চলছিল তাঁর। কলকাতার বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
কোভিডে বাবা শক্তি ঠাকুরকে হারান মোনালি ও মেহুলি। তিন বছরের ব্যবধানে মাতৃহারা দুই বোন। যদিও মায়ের সময় যে কমে আসছে, সে কথা গতকাল বৃহস্পতিবার নিজেই জানিয়েছিলেন গায়িকা। মায়ের সঙ্গে ছোটবেলার ছবি দিয়ে স্মৃতিমেদুর হন মোনালি। পাশাপাশি, মায়ের যে ‘লাইফ সাপোর্ট’ খুলে নিতে বাধ্য হয়েছেন তা-ও জানান।
এদিকে এর মাঝেই গতকাল বৃহস্পতিবার কনসার্ট করতে বাংলাদেশেও আসেন মোনালি। পেশাদারত্বের জন্য মাকে হারানোর যন্ত্রণা বুকে চেপে রাজারবাগ পুলিশ লাইনসের মঞ্চে পারফর্ম করেন তিনি। মাকে উৎসর্গ করেন গানও।