বিনোদন প্রতিবেদক, ঢাকা
সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। শুধু গায়ক হিসেবে নয়, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন ইমরান। এক দশক আগে জনি, জিতু, মিঠু, কাইয়ূমসহ একটি ব্যান্ড গঠন করেছিলেন ইমরান। নাম ‘আই কিংস’। সেই থেকে নিজের ব্যান্ড নিয়েই স্টেজে ওঠেন ইমরান। বিদেশের মাটিতেও সুনাম কুড়িয়েছেন তাঁরা। আই কিংস প্রথম স্টেজ শো করেছিল মালয়েশিয়ায়। এরপর বাংলাদেশের পাশাপাশি জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, বাহরাইন, থাইল্যান্ডসহ অনেক দেশেই অনুষ্ঠান করেছে দলটি।
চলতি বছরের শুরুতে পরিবর্তন এসেছে দলে। লিড গিটারিস্ট জিত যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তাই তাঁর স্থলাভিষিক্ত হলেন শাহরিয়ার সাঈদ শুভ্র। নতুন সেটআপে আই কিংস প্রস্তুতি নিচ্ছে স্টেজ শোয়ের জন্য। দেশের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি তারা তৈরি হচ্ছে বিদেশ সফরের উদ্দেশে।
রমজান মাসের আগে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের বেশ কিছু অনুষ্ঠানে গাইবে আই কিংস। রমজান মাসে বিরতি দিয়ে আগামী ৩১ মার্চ কাতারে ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাইবে দলটি। এরপর ১৯ এপ্রিল মালয়েশিয়া, ২৭ এপ্রিল সিঙ্গাপুর, ১ ও ৮ মে সৌদি আরবে স্টেজ শোতে অংশ নেবে। কথা চলছে ইউরোপ ও আমেরিকার বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়ে। পাকা কথা হলেই সেখানকার অনুষ্ঠানের জন্যও প্রস্তুতি সারবে আই কিংস।
আই কিংসের ভোকাল ইমরান বলেন, ‘জিতু ভাই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় কিছুটা শূন্যতা তৈরি হয়েছিল। এ বছর তাঁর স্থলাভিষিক্ত হলেন শুভ্র। আই কিংস আবার নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। আগামী ঈদ থেকে আই কিংস দেশের বাইরে পারফর্ম শুরু করবে।’
ড্রামার মিঠু বলেন, ‘আই কিংস একটা আবেগের নাম, ভালোবাসার নাম। আমাদের জীবনজুড়ে আই কিংস। দেশে-বিদেশে দর্শক-শ্রোতাদের যে ভালোবাসা আমরা পেয়েছি; আশা করছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
আই কিংসের বর্তমান লাইনআপ
বেজ গিটার: জাহাঙ্গীর আলম জনি
কি-বোর্ড: মো. কাইয়ূম খান
ভোকাল: মো. মাহমুদুল হক ইমরান
ড্রামার: সজল কুমার সাহা মিঠু
লিড গিটার: মো. শাহরিয়ার সাঈদ শুভ্র
সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। শুধু গায়ক হিসেবে নয়, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন ইমরান। এক দশক আগে জনি, জিতু, মিঠু, কাইয়ূমসহ একটি ব্যান্ড গঠন করেছিলেন ইমরান। নাম ‘আই কিংস’। সেই থেকে নিজের ব্যান্ড নিয়েই স্টেজে ওঠেন ইমরান। বিদেশের মাটিতেও সুনাম কুড়িয়েছেন তাঁরা। আই কিংস প্রথম স্টেজ শো করেছিল মালয়েশিয়ায়। এরপর বাংলাদেশের পাশাপাশি জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, বাহরাইন, থাইল্যান্ডসহ অনেক দেশেই অনুষ্ঠান করেছে দলটি।
চলতি বছরের শুরুতে পরিবর্তন এসেছে দলে। লিড গিটারিস্ট জিত যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তাই তাঁর স্থলাভিষিক্ত হলেন শাহরিয়ার সাঈদ শুভ্র। নতুন সেটআপে আই কিংস প্রস্তুতি নিচ্ছে স্টেজ শোয়ের জন্য। দেশের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি তারা তৈরি হচ্ছে বিদেশ সফরের উদ্দেশে।
রমজান মাসের আগে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের বেশ কিছু অনুষ্ঠানে গাইবে আই কিংস। রমজান মাসে বিরতি দিয়ে আগামী ৩১ মার্চ কাতারে ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাইবে দলটি। এরপর ১৯ এপ্রিল মালয়েশিয়া, ২৭ এপ্রিল সিঙ্গাপুর, ১ ও ৮ মে সৌদি আরবে স্টেজ শোতে অংশ নেবে। কথা চলছে ইউরোপ ও আমেরিকার বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়ে। পাকা কথা হলেই সেখানকার অনুষ্ঠানের জন্যও প্রস্তুতি সারবে আই কিংস।
আই কিংসের ভোকাল ইমরান বলেন, ‘জিতু ভাই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় কিছুটা শূন্যতা তৈরি হয়েছিল। এ বছর তাঁর স্থলাভিষিক্ত হলেন শুভ্র। আই কিংস আবার নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। আগামী ঈদ থেকে আই কিংস দেশের বাইরে পারফর্ম শুরু করবে।’
ড্রামার মিঠু বলেন, ‘আই কিংস একটা আবেগের নাম, ভালোবাসার নাম। আমাদের জীবনজুড়ে আই কিংস। দেশে-বিদেশে দর্শক-শ্রোতাদের যে ভালোবাসা আমরা পেয়েছি; আশা করছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
আই কিংসের বর্তমান লাইনআপ
বেজ গিটার: জাহাঙ্গীর আলম জনি
কি-বোর্ড: মো. কাইয়ূম খান
ভোকাল: মো. মাহমুদুল হক ইমরান
ড্রামার: সজল কুমার সাহা মিঠু
লিড গিটার: মো. শাহরিয়ার সাঈদ শুভ্র
স্টুডিও জিবলি-ঝড়ের এই সময়ে দেখে নিতে পারেন তাদের তৈরি অ্যানিমেশন সিনেমা। এখানে রইল স্টুডিও জিবলির আলোচিত ১০টি সিনেমার নাম ও গল্পসংক্ষেপ। তালিকাটি করেছে রটেন টমেটোস।
১২ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। মুক্তির পরই আলোচনার কেন্দ্রে সিনেমাটি। তবে বরবাদের এই সাফল্যের পালে লেগেছে পাইরেসির ধাক্কা। মুক্তির প্রথম দিনেই সিনেমার বিভিন্ন ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন প্রযোজক শাহরিন আক্তার সুমী।
১৪ ঘণ্টা আগে১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে খুন হয় তারই মেয়ে সহপাঠী। তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু সিরিজের মূল উদ্দেশ্য তদন্ত কিংবা জিজ্ঞাসাবাদ নয়। অ্যাডোলেসেন্স বরং ঢুকতে চেয়েছে যে খুন করেছে, সেই কিশোরের মনস্তত্বে।
১৬ ঘণ্টা আগেঈদের দিন আমির, সালমান দুই খান প্রকাশ্যে এলেও দিনভর আড়ালে রইলেন শাহরুখ খান। মান্নাতের ছাদে দাঁড়িয়ে হাত নাড়েন শাহরুখ, প্রতি ঈদের চেনা ছবি এটা। তবে চলতি বছর সেই নিয়মে ভাটা পড়েছে।
১ দিন আগে