Ajker Patrika

ঢাকায় আজ দু্ই কনসার্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা
জেমস। ছবি: সংগৃহীত
জেমস। ছবি: সংগৃহীত

কনসার্টপ্রেমীদের জন্য গত কয়েক মাস ভালো যায়নি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কটি কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে আজ কনসার্টপ্রেমীদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। কেননা আজ ঢাকার দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু্ইটি কনসার্ট।

রিদম অব ইয়ুথ

বসুন্ধরা টগি ক্লাবে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ওপেন এয়ার কনসার্ট ‘রিদম অব ইয়ুথ’। কনসার্টটির আয়োজন করেছে ইংরেজি দৈনিক ডেইলি সান ও স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। এতে প্রধান আকর্ষণ হিসেবে গাইবেন নগর বাউল জেমস। আরও গান শোনাবে ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, মেঘদল, অ্যাভোয়েড রাফা, অ্যাঞ্জেল নূর ও থ্রি-এ.ডি। গেট খোলা হবে বেলা ২টায়। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করে শিক্ষার্থীরা উপভোগ করতে পারবেন কনসার্টটি।

অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি

প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে মেলবন্ধন রেখে একক কনসার্ট নিয়ে আসছে ব্যান্ড অর্থহীন। কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’। জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে কনসার্টটি সাজানো হবে বলে জানিয়েছে ব্যান্ডটি। ২৬ বছরের সংগীত যাত্রায় এটি হতে যাচ্ছে অর্থহীনের প্রথম একক কনসার্ট।

জানা গেছে, ঢাকা ও ঢাকার বাইরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে এই সিরিজ কনসার্ট। সিরিজের প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হবে আজ রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি মিলনায়তনে। যৌথভাবে আয়োজন করেছে গেট সেট রক ও অ্যাসেন বাজ।

অর্থহীন ব্যান্ডের সদস্যরা।	ছবি: সংগৃহীত
অর্থহীন ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি কনসার্টের মাধ্যমে লাইভ কনসার্টের রীতি অনেকটা বদলে যাবে অর্থহীনের হাত ধরে, এমনটি জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। আরও জানানো হয়েছে, এটি গতানুগতিক কোনো কনসার্ট নয়, সংগীতের সঙ্গে প্রযুক্তিও গাঁথা থাকবে একই সুতায়। সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্ট, বিকেল ৪টায় গেট খোলা হবে। টিকিটের মূল্য ১ হাজার ২০০ (নিয়ন অ্যাকসেস পাস), ২ হাজার (ভিআইপি নেক্সাস পাস) ও ৫ হাজার ৫০০ টাকা (এলিট ওভাররাইড পাস)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত