বিনোদন প্রতিবেদক, ঢাকা
নতুন গান ও কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড শিরোনামহীন। ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান প্রকাশের পাশাপাশি অমর একুশে বইমেলায় চমক নিয়ে এসেছে দলটি। গতিধারা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে ‘শিরোনামহীন গীতিকবিতা সমগ্র’।
১৯৯৬ সালে জন্ম নেওয়া ব্যান্ডটি শ্রোতাদের উপহার দিয়েছে ‘হাসিমুখ’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘এই অবেলায়’সহ জনপ্রিয় অনেক গান। প্রতিষ্ঠার ২৯ বছরে শিরোনামহীনের সব গানের লিরিক পাওয়া যাবে শিরোনামহীন গীতিকবিতা সমগ্র বইটিতে।
গতকাল বইয়ের খবর জানিয়ে ব্যান্ডটি তাদের ফেসবুক পেজে লেখে, ‘আপনারা গত ২৯ বছর শিরোনামহীন থেকে রিলিজ করা গান শুনছেন। অনেকে অ্যালবাম কালেক্ট করেছেন, অনেকে ডিজিটালি শুনছেন। শিরোনামহীনের গানের কথার সঙ্গে নিজেদের আবেগ এবং জীবনের স্মরণীয় মুহূর্ত জড়িয়ে গিয়েছে অনেকের। কেমন হয় যদি অষ্টম অ্যালবাম “বাতিঘর”-এর প্রকাশিত-অপ্রকাশিত সব গানসহ শিরোনামহীনের এযাবৎকালের প্রকাশিত সব গানের লিরিক একটি বইয়ে পাওয়া যায়? ঠিক তাই, এই বইমেলায় ১৭ নম্বর প্যাভিলিয়ন গতিধারা প্রকাশনীতে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত শিরোনামহীন গীতিকবিতা সমগ্র।’
এদিকে ভালোবাসার মাসে প্রকাশ পেয়েছে শিরোনামহীনের নতুন গান ‘প্রিয়তমা’। জিয়াউর রহমানের লেখা গানটির সুর করার পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। মডেল হয়েছেন সিফাত আমিন শুভ, জান্নাতুল ফেরদৌস বিসমি ও শিশুশিল্পী মান বাহাদুর। শুটিং হয়েছে ভারতের বিভিন্ন লোকেশনে। শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে ১৫ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে গানটি। পরবর্তী সময়ে প্রিয়তমা গানের ব্যান্ডের পারফরম্যান্স ভিডিও ও লিরিকাল ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিরোনামহীন।
নতুন গান ও কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড শিরোনামহীন। ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান প্রকাশের পাশাপাশি অমর একুশে বইমেলায় চমক নিয়ে এসেছে দলটি। গতিধারা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে ‘শিরোনামহীন গীতিকবিতা সমগ্র’।
১৯৯৬ সালে জন্ম নেওয়া ব্যান্ডটি শ্রোতাদের উপহার দিয়েছে ‘হাসিমুখ’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘এই অবেলায়’সহ জনপ্রিয় অনেক গান। প্রতিষ্ঠার ২৯ বছরে শিরোনামহীনের সব গানের লিরিক পাওয়া যাবে শিরোনামহীন গীতিকবিতা সমগ্র বইটিতে।
গতকাল বইয়ের খবর জানিয়ে ব্যান্ডটি তাদের ফেসবুক পেজে লেখে, ‘আপনারা গত ২৯ বছর শিরোনামহীন থেকে রিলিজ করা গান শুনছেন। অনেকে অ্যালবাম কালেক্ট করেছেন, অনেকে ডিজিটালি শুনছেন। শিরোনামহীনের গানের কথার সঙ্গে নিজেদের আবেগ এবং জীবনের স্মরণীয় মুহূর্ত জড়িয়ে গিয়েছে অনেকের। কেমন হয় যদি অষ্টম অ্যালবাম “বাতিঘর”-এর প্রকাশিত-অপ্রকাশিত সব গানসহ শিরোনামহীনের এযাবৎকালের প্রকাশিত সব গানের লিরিক একটি বইয়ে পাওয়া যায়? ঠিক তাই, এই বইমেলায় ১৭ নম্বর প্যাভিলিয়ন গতিধারা প্রকাশনীতে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত শিরোনামহীন গীতিকবিতা সমগ্র।’
এদিকে ভালোবাসার মাসে প্রকাশ পেয়েছে শিরোনামহীনের নতুন গান ‘প্রিয়তমা’। জিয়াউর রহমানের লেখা গানটির সুর করার পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। মডেল হয়েছেন সিফাত আমিন শুভ, জান্নাতুল ফেরদৌস বিসমি ও শিশুশিল্পী মান বাহাদুর। শুটিং হয়েছে ভারতের বিভিন্ন লোকেশনে। শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে ১৫ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে গানটি। পরবর্তী সময়ে প্রিয়তমা গানের ব্যান্ডের পারফরম্যান্স ভিডিও ও লিরিকাল ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিরোনামহীন।
সিনেমার প্রচারে শিডিউল নেওয়ার জন্য অভিনেতা মোশাররফ করিমের পেছনে লোক লাগিয়েছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন। একসময় বিরক্ত হয়ে জীবনকে চেয়ারে হাত-মুখ বেঁধে রাখেন মোশাররফ। এমনটাই দেখা যায় ‘চক্কর ৩০২’ সিনেমার প্রমোশনাল ভিডিওতে।
১ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে বিটিভিতে প্রচার হওয়া অন্যতম জনপ্রিয় বিদেশি সিরিজ ছিল ‘ম্যাকগাইভার’। সিরিজটির কাহিনির মূলে ছিল ম্যাকগাইভার নামের এক বিজ্ঞানী। মার্কিন সরকারের গুপ্তচর হিসেবে কাজ করে সে।
১ ঘণ্টা আগেজনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প আসছে সিনেমার পর্দায়। এ খবর জানা গিয়েছিল গত বছর। সনি এন্টারটেইনমেন্ট ব্যান্ডটির বায়োপিক বানানোর পরিকল্পনা করছে অনেক দিন ধরে। এতে কারা অভিনয় করবেন, সে ঘোষণা এল সম্প্রতি।
১ ঘণ্টা আগেঅভিযোগ উঠেছে, আরবি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বোরখা সিটি’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে লাপাতা লেডিস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বোরখা সিটির একটি ক্লিপ। সেটার সঙ্গে হুবহু মিল রয়েছে কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিসের।
১৮ ঘণ্টা আগে