Ajker Patrika
হোম > বিনোদন > গান

বাড়ি ফিরলেন কবীর সুমন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাড়ি ফিরলেন কবীর সুমন

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। আগের তুলনায় এখন তিনি অনেকটাই সুস্থ আছেন। গত ২৮ জুন শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বুধবার (৭ জুলাই) বিকেলে বাসায় ফেরার বিষয়টি কবীর সুমন নিজেই ফেসবুকে জানিয়েছেন।  

কবীর সুমন লেখেন, ‘সরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাদের চিকিৎসকবৃন্দ, সেবক-সেবিকাবৃন্দ ও স্বাস্থ্যকর্মীদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। সকলের প্রার্থনা শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ। সকলের মঙ্গল হোক।’

জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসক প্রথমে ধারণা করেছিলেন, কবীর সুমনের করোনা হতে পারে। তবে বেশ কয়েকবার তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তাঁকে সাধারণ বেডে রেখে চিকিৎসা দেওয়া হয়।

কয়েক দিন তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। এছাড়া শিল্পীর চিকিৎসায় দুই সদস্যের মেডিক্যাল টিমও গঠন করা হয়।

জীবনমুখী বাংলা গানের জন্য ৭২ বছর বয়সী কবীর সুমনের জনপ্রিয়তা দুই বাংলাতেই। ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ শিরোনামে তাঁর একটি গানের অ্যালবাম ব্যাপক জনপ্রিয়তা পায়।

গানের পাশাপাশি একসময় তিনি রাজনীতিতেও সক্রিয় হন। পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলনে কবীর সুমন ছিলেন তৃনমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে। যাদবপুর থেকে তৃণমূলের হয়ে বিধানসভা সদস্যও হন একবার। পরে তৃণমূল ছেড়ে দেন তিনি।

সারেগামাপা শোর সেরা দেয়াশিনী ও অতনু

১৬ দিন ধরে হ্যাকারদের কবলে শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডল

ঈদে আসছে আসিফের নতুন গান

ঢাকায় আজ দু্ই কনসার্ট

চুমু-কাণ্ডের পর এবার মামলার জালে উদিত নারায়ণ

স্থগিত হলো রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট

হৃদয় খানের তৃতীয় সংসারে ভাঙনের খবর

বিদেশ সফরের জন্য প্রস্তুত আই কিংস

শিরোনামহীনের বই ও গান

শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই