নরসিংদী হানাদার মুক্ত দিবস আজ ১২ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের সম্মুখে পুরোপুরি শত্রুমুক্ত হয় নরসিংদী এবং সমাপ্তি ঘটে নয় মাসের শ্বাসরুদ্ধকর সশস্ত্র মুক্তিযুদ্ধের। আজ এ উপলক্ষে সকালে শোভাযত্রা ও আলোচনা সভার আয়োজন করবে জেলা প্রশাসন।
জেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার এমন কোনো এলাকা নেই যেখানে শত্রু সেনাদের নিষ্ঠুর ছোবল পড়েনি। ঢাকা-সিলেট মহাসড়কের পাশের পাঁচদোনা সেতু, শিলমান্দী মাছিমপুর বিল, খাটেহারা সেতু, মনোহরদীর ব্রহ্মপুত্র নদের তীর, শিবপুরে ঘাসিরদিয়া, পুটিয়া, বেলাব আড়িয়াল খাঁ নদীর পাশে, রায়পুরা মেথিকান্দা রেল ষ্টেশনের পাশে রয়েছে গণকবর। এই সব গণকবরই সাক্ষ্য দেয় পাকিস্থানী বাহিনীর। দীর্ঘ নয় মাস নরসিংদীর জেলার বিভিন্ন স্থানে শতাধিক খন্ডযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি সৈন্যদের নির্মমতার শিকার হয়ে শহীদ হন ১১৬ জন বীর সন্তান। নতুন প্রজন্মের কাছে ইতিহাস অম্লান রাখতে এইসব গণ কবরগুলো রক্ষার কাজ দ্রুত সম্পন্ন করণের দাবি মুক্তিযোদ্ধাদের।
জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা গণকবরগুলো রক্ষার কর্যক্রম চলছে।