নরসিংদীতে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা সার্কিট হাউসে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলার দশটি স্কুল, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সুশীল সমাজের ব্যক্তিগণ ও প্রতিবন্ধী শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এ সময় দুজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে দুটি হুইল চেয়ার, চারজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে ডিজিটাল সাদাছড়ি প্রদান করা হয় এবং বিশেষ ক্যাটাগরিতে তিনজন সফল প্রতিবন্ধী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হক তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার প্রমুখ।
আরও বক্তব্য দেন নরসিংদী জেলার বিশেষ স্কুল সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় দ্যুতিময় দুয়ারের পক্ষ থেকে প্রধান শিক্ষক মো.জসিম উদ্দিন সরকার, এনজিও পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ, নরসিংদী চক্ষু হাসপাতালের ইনক্লুসিভ অফিসার আবদুর রহিম প্রমুখ।