Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

একই চত্বরে বাঘা মসজিদ ও লালবাগ কেল্লা!

বেরোবি প্রতিনিধি

একই চত্বরে বাঘা মসজিদ ও লালবাগ কেল্লা!

এক পাশে রাখা রাজশাহীর বাঘা মসজিদ, এরপর টাঙ্গাইলের আতিয়া মসজিদ। এভাবে একে একে সাজিয়ে রাখা হয়েছে ঢাকার লালবাগ কেল্লা, কুমিল্লার শালবন বিহার, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারসহ প্রাচীন যুগ, মধ্যযুগ, সুলতানি ও মোগল আমলের বিভিন্ন স্থাপত্য ও নিদর্শনের নমুনা। এই নমুনা প্রদর্শনী চলছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)।

বেরোবি শেখ রাসেল মিডিয়া চত্বরের পাশে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে গত রোববার ও সোমবার নমুনা প্রদর্শনী হয়েছে। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান গোলাম রাব্বানী প্রদর্শনীর উদ্বোধন করেন।

প্রদর্শনীর নেতৃত্ব দিয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী। শিক্ষার্থীরা ২০ দলে ভাগ হয়ে প্রতি দলে সাতজন করে সদস্য নিয়ে তাঁরা এসব প্রাচীন স্থাপত্যের নমুনা তৈরি করেন।

তৈরি করা নমুনা স্থাপত্যে রয়েছে বাংলাদেশের প্রত্নস্থলগুলোর ম্যাপ, দিনাজপুরের কান্তজিউ মন্দির, চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনামসজিদ, ঢাকার লালবাগ কেল্লা, কুমিল্লার শালবন বিহার, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, ঢাকার খান মোহাম্মদ মৃধার মসজিদ, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, কুমিল্লার ময়নামতি, ঢাকার খাজা শাহবাজ মসজিদ, টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদ, রাজশাহীর বাঘা মসজিদ, নওগাঁর কুসুম্বা মসজিদ ইত্যাদি।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী বলেন, ‘অ্যাসাইনমেন্টে চিরাচরিত নিয়ম ভেঙে একটু ভিন্নধারায় বাস্তব জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করি। এতে শিক্ষার্থীদের সহযোগিতাপূর্ণ মনোভাব আমাকে মুগ্ধ করেছে। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ