Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রথম দিনেই চমকে দিলেন সালমান

বিনোদন ডেস্ক

প্রথম দিনেই চমকে দিলেন সালমান

সাধারণত ঈদের উৎসবে নতুন সিনেমা নিয়ে আসেন সালমান খান। ‘ওয়ান্টেড’, ‘দাবাং’, ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’-এর মতো আলোচিত সিনেমা ঈদের বক্স অফিসে দাপট দেখিয়েছে। দীপাবলিতে বরং হাতে গোনা কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে সালমানের।

সর্বশেষ ‘প্রেম রতন ধন পায়ো’র ৮ বছর পর আবারও দীপাবলি উৎসবে ভরসা রাখলেন সালমান। নিয়ে এলেন ‘টাইগার থ্রি’। সিনেমা ব্যবসাসংশ্লিষ্ট বিশ্লেষকেরা শুরুতে এ সিদ্ধান্তকে ঝুঁকি হিসেবে দেখেছিলেন। কারণ, অন্য উৎসবের মতো দীপাবলিতে সাধারণত অত বিপুলসংখ্যক দর্শক যান না সিনেমা হলে। তবে এ দিনে সিনেমা মুক্তি দিয়ে সালমান যে ভুল করেননি, তা বুঝিয়ে দিল টাইগার থ্রির প্রথম দিনের বক্স অফিস কালেকশন।

টাইগার থ্রির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস গতকাল জানিয়েছে, ১২ নভেম্বর মুক্তির প্রথম দিনেই টাইগার থ্রি বিশ্বজুড়ে আয় করেছে ৯৪ কোটি রুপি। শুধু ভারতের বাজারেই আয় করেছে ৪৪ দশমিক ৫০ কোটি রুপি। বলিউডের ইতিহাসে এ পর্যন্ত যত সিনেমা দীপাবলিতে মুক্তি পেয়েছে, প্রথম দিনের আয়ের অঙ্কে এটিই সর্বোচ্চ। এমনকি সালমানের ব্যক্তিগত ক্যারিয়ারেও এটি সর্বোচ্চ ওপেনিং। এর আগে ২০১৯ সালে তাঁর ‘ভারত’ সিনেমাটি ভারতে প্রথম দিন আয় করেছিল ৪২ দশমিক ৩০ কোটি রুপি।

 ছবি: সংগৃহীতএত দিন এটিই ছিল সালমান অভিনীত সর্বোচ্চ ওপেনিংয়ের সিনেমা। এরপর রয়েছে ‘প্রেম রতন ধন পায়ো’ (৪০ দশমিক ৩৫ কোটি রুপি), ‘সুলতান’ (৩৬ দশমিক ৫৪ কোটি রুপি) ও ‘টাইগার জিন্দা হ্যায়’ (৩৪ দশমিক ১০ কোটি রুপি)। প্রথম দিনের ব্যবসার অঙ্কে টাইগার ফ্র্যাঞ্চাইজির অন্য দুই সিনেমাকেও ছাড়িয়ে গেছে টাইগার থ্রি। এক থা টাইগার-এর ওপেনিং ছিল ৩২ দশমিক ৯৩ কোটি রুপি, আর টাইগার জিন্দা হ্যায় ৩৪ দশমিক ১০ কোটি।

টাইগার থ্রি পরিচালনা করেছেন মণীশ শর্মা। সালমান ও ক্যাটরিনার সঙ্গে এ সিনেমায় আছে শাহরুখ খান ও হৃতিক রোশনের উপস্থিতি। খলনায়কের চরিত্রে রয়েছেন ইমরান হাশমি। বাংলাদেশেও একই দিনে টাইগার থ্রি আনতে চেয়েছিল জাজ মাল্টিমিডিয়া। তবে সেটা সম্ভব হয়নি। আশা করা হচ্ছে, ১৭ নভেম্বর থেকে বাংলাদেশের হলে দেখা যাবে সিনেমাটি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ