নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশের একটি ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্বকান্দি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা রেলওয়ে পুলিশের।
স্থানীয়রা জানায়, বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের রায়পুরার পূর্বকান্দি রেলসেতুর কাছে ঝোপে বস্তাবন্দী একটি মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশে খবর দিলে সন্ধ্যায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এলাকাবাসীর ধারণা, ট্রেনে কাটা পড়ে নয়, কেউ মেরে সেখানে মরদেহ ফেলে গেছে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, ওই নারী কীভাবে মারা গেছেন, বিষয়টি এখনো অস্পষ্ট। পিবিআইকে খবর দেওয়া হয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।