আজকের পত্রিকার সংবাদ প্রকাশের পর অবশেষে বৃদ্ধের পরিচয় মিলেছে। তাঁর নাম মোহর আলী গাজি। তাঁর গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার হাসানপুর গ্রামে। ।
গত বুধবার সকাল ১০টায় তাঁর স্ত্রী, তার ভাতিজা ও পরিবারের লোকজন ক্লিনিক থেকে তাঁকে বাড়ি নিয়ে যান।
গত সোমবার সন্ধ্যা ছয়টায় সড়ক দুর্ঘটনায় রাস্তার পাশে পড়ে থাকা আহত ৬৫ বছরের বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ওভারব্রিজ এলাকার লোকজন। এরপর ধান লোকনাথ নার্সিংহোমের পক্ষ থেকে তাকে চিকিৎসা দেওয়া হয়।
পাটকেলঘাটা লোকনাথ নার্সিংহোমের পরিচালক পুলক কুমার পাল জানান, গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় গোলাম মাসুদ ও ইউনুস তাঁকে উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করে। বিষয়টি পত্রিকায় প্রকাশিত হওয়ায় আহত বৃদ্ধ তাঁর বাড়ি যেতে পেরেছে। তিনি স্থানীয় সংবাদ কর্মীসহ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।