মির্জাপুর উপজেলার শিল্পাঞ্চল খ্যাত গোড়াই ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচন ও পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে নেতাদের শপথ করানো হয়। গতকাল বৃহস্পতিবার সকালে গোড়াই নাজিরপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ খানের সভাপতিত্বে বক্তৃতা দেন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ।
এ সময় আরও বক্তৃতা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, জেলা শ্রমিক লীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম গোড়াই ইউনিয়নের আওয়ামী লীগের সম্পাদক সালাহ উদ্দিন ভূঁইয়া ঠান্ডু, গোড়াই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবীর প্রমুখ।