নির্বাচিত হয়েই জনসেবামূলক কাজে নেমে পড়েছেন যশোরের চৌগাছার সিংহঝুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক। গতকাল রোববার তিনি নিজ অর্থায়নে ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের একটি সড়ক সংস্কার করে দিয়েছেন।
এ সময় ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ভোলা মিয়া, নবনির্বাচিত ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক বলেন, ‘আমাকে সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। সাধ্যমতো সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছি। গত নির্বাচনে মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা ভোলার নয়। আমাকে জনগণ ভোট দিয়েছে। তাদের ঋণ পরিশোধের নয়।’