কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য সিরাজগঞ্জের কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মাদার তেরেসা স্মৃতি সম্মাননা-২০২১ পদকে ভূষিত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এই পুরস্কার প্রাপ্তির কথা জানান ওসি পঞ্চনন্দ সরকার।
মায়ের আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে ৪ সেপ্টেম্বর রাজধানী ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ওসিকে এই সম্মাননা দেওয়া হয়।
ওসি বলেন, ‘এই পুরস্কার আমাকে আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে। চ্যালেঞ্জিং এই পেশায় আরও সক্রিয় হয়ে কাজ করে যাব।’