লালমোহন উপজেলায় ধানখেত থেকে হাঁস তাড়ানোকে কেন্দ্র করে মনির নামে এক কৃষকের হাত ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড রায়রাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
আহত কৃষক মনির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। মনির জানান, বৃহস্পতিবার সকালে ধানখেতে কাজ করতে গিয়ে দেখেন পাশের বাড়ির কামালের হাঁসের ঝাঁক ধান খেয়ে ফেলছে। এমনিতেই কয়েক দিনের বৃষ্টিতে খেতের ধান নষ্ট হয়েছে, তার মধ্যে কামালের হাঁসগুলো ধান খেয়ে ফেলছে। তাই হাঁসগুলো তাড়িয়ে দেন তিনি। এ সময় হাঁসের দিকে নিজের হাতের কাস্তে ছুড়ে মারলে একটি হাঁস আহত হয়। এতে ক্ষিপ্ত হয়ে হাঁসের মালিক কামাল লাঠি দিয়ে মনিরের হাতে আঘাত করলে তাঁর হাত ভেঙে যায়। এ বিষয়ে জানতে চাইলে কামালকে পাওয়া যায়নি। তবে মনিরের সঙ্গে কামালের হট্টগোল হয়েছে বলে স্বীকার করেন কামালের বড় ভাই নুরনবী।
লালমোহন থানার উপপরিদর্শক আবুল কালাম বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’