ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের উজানচর কেএনউচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪৯৮ জন এসএসসি পরীক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। গতকাল বুধবার ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বিনা মূল্যে এসব শিক্ষা উপকরণ দেওয়া হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উজানচর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি বই, খাতা, কলম ও জ্যামিতি বক্সসহ বিভিন্ন উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম ভূঁইয়া বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ আজিজ, হোসেন, উপজেলা ইনস্ট্রাক্টর আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর, সিনিয়র সহকারী শিক্ষক আসাদুজ্জামান, পৌর যুবলীগের সভাপতি মো. কামাল হোসেন, ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল আহমেদ প্রমুখ।