ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশারফ হোসেন বাদল। গত বৃহস্পতিবার জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী জহিরুল ইসলাম রায়হান ও স্বতন্ত্র প্রার্থী স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা গিয়াস উদ্দিনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান পদে মোশারফ হোসেনের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও মঙ্গলকান্দি ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাঈনুল হক।
জানা গেছে, একই ব্যক্তিকে প্রস্তাবকারী করায় গত ২৯ নভেম্বর জহিরুল ইসলাম রায়হান ও গিয়াস উদ্দিনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। তবে গত বৃহস্পতিবার ছিল এই বাতিলের বিরুদ্ধে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে আপিল করার শেষ দিন। তাঁরা কেউই আপিল করেননি।