দাউদকান্দিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে। গত শনিবার বিকেলে দাউদকান্দির মোল্লা কমিউনিটি সেন্টারে এ সভা হয়। আগামী ২৮ নভেম্বর দাউদকান্দি উপজেলার ১২টি ইউপিতে নির্বাচন হবে। ওই নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে এ সভা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী লীগের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
এ সময় সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যাঁরা দলের জন্য কাজ করেছেন তাঁদের অবশ্যই মূল্যায়ন করতে হবে।
নেতারা বলেন, প্রতিটি ইউনিয়নের সভাপতি বা সাধারণ সম্পাদক বাছাই করা প্রার্থীদের নাম উপজেলা কমিটির কাছে পাঠাবেন। তাঁরা যাচাই-বাছাই শেষে প্রতি ইউনিয়ন থেকে ৩ জনের নাম জেলা কমিটির কাছে পাঠাবেন। তাঁরা কেন্দ্রীয় কমিটির কাছে সেই নামের তালিকা পাঠাবেন।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দীন শিকদার, সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, সহসভাপতি বশিরুল আলম মিয়াজী, সম্পাদক মন্ডলীর সদস্য ব্যারিস্টার নাইম হাসান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি পৌরসভার মেয়র ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাইম ইউসুফ সেইন।