মির্জাপুরে এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। ট্রেড-২ বিষয়ের পরীক্ষা চলাকালে রোববার মির্জাপুর সরকারি কলেজ কেন্দ্রে তাদের বহিষ্কার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন তাঁদের বহিষ্কার করেন।
কেন্দ্র সচিব ও মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের সময় হাতেনাতে তারা ধরা পড়ে। তাই তাদের বহিষ্কার করা হয়।