বৃষ্টির মধ্যে দোকানে যাওয়ার উদ্দেশে উঠানের কাঁদায় মোটরসাইকেল নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে বিদ্যুতায়িত হয়ে মনিরুল ইসলাম মণি (৪০) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭ নম্বর চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর ফকির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মনিরুল একই এলাকার মৃত রজব আলী ফকিরের ছেলে ও গয়ড়া কলেজ মোড়ের একজন মুদি ব্যবসায়ী ৷
নিহতের চাচা ইদ্রিস আলী জানান, বেলা বাড়লে মুদি দোকানে যাওয়ার জন্য মনিরুল বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হতেই উঠানের কাদায় নিয়ন্ত্রণ হারিয়ে পা পিছলে পড়ে যান। উঠানে থাকা হাইভোল্টেজ বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে থাকা বাঁশের হাত ওপর পড়লে তিনি জ্ঞান হারান। পরে তাঁকে উদ্ধার করে পাশের রমজান ডাক্তারের ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মর্জিনা বেগম বলেন, ‘পরিবারের আয়ের একমাত্র ব্যক্তিকে হারিয়ে দুই শিশুর ভরণপোষণ ও লেখাপড়ার খরচ কীভাবে চালাব জানি না।’
কলারোয়া থানার কর্তব্যরত ইমারজেন্সি ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর (এসআই) মফিজুল ইসলাম জানায়, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি তবে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।