স্থগিত হওয়ার প্রায় চার বছর পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি ওয়ার্ডের নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২০ নভেম্বর ইউনিয়নটির ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে কেন্দ্র নির্ধারণ সংক্রান্ত একটি মামলায় উচ্চ আদালতের নির্দেশে ২০১৭ সালের ২৬ নভেম্বর নির্বাচন কমিশন ওই ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করে।
সম্প্রতি বাদী পক্ষ উচ্চ আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে নিলে নির্বাচন অনুষ্ঠানের বাধা কেটে যায়। যে কারণে নির্বাচন কমিশন ওই ওয়ার্ডের ভোটগ্রহণের উদ্যোগ নেয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী আজকের পত্রিকাকে জানান, আগামী ২০ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই ওয়ার্ডের শুধু সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।