Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সংস্কৃতিকর্মীদের প্রতিবাদে বন্ধ, মুচলেকা দিয়ে মুক্তি

নিজস্ব প্রতিবেদক ও সিলেট প্রতিনিধি

সংস্কৃতিকর্মীদের প্রতিবাদে বন্ধ, মুচলেকা দিয়ে মুক্তি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অনুমতিপত্র জালিয়াতি করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাণিজ্যিক কনসার্ট আয়োজনের ঘটনার নিষ্পত্তি হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানের কাছে ইভেন্টের সিলেটের দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান তাঁর দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে তিনি মিজানুর রহমানের কাছ থেকে মুচলেকা নিয়ে জব্দ করা মালামাল ও গাড়ি ছেড়ে দেন। এ সময় ইভেন্টের ঢাকাস্থ মূল অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান। তিনি বলেন, ইভেন্টের কর্মকর্তাদের উপস্থিতিতে সিলেটের দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান তাঁর দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে তাঁর কাছ থেকে মুচলেকা নিয়ে জব্দ করা মালামাল ও গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে, গত সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান একটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানির বাণিজ্যিক কনসার্টের প্রস্তুতি নেয়। শহীদ মিনার ও শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ঢেকে বিলবোর্ড ও ফেস্টুন স্থাপন করায় সংস্কৃতিকর্মীরা প্রতিবাদ করেন। পরে তাঁরা বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করেন। খবর পেয়ে বিকেল চারটার দিকে সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সেখানে যান। এ সময় মঞ্চ তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্মীরা।

সিসিক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, এটি রবির অনুষ্ঠান। তখন সিসিক কর্মকর্তা হানিফ আয়োজকদের অনুমতিপত্র দেখাতে বললে তাঁরা একটি আবেদনপত্র বের করে দেখান। কিন্তু পর্যালোচনা করে দেখা যায়, ওই অনুমতিপত্রে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করা হয়েছে। পরে হানিফ অনুষ্ঠানের আয়োজন বন্ধ করে দেন এবং মালামাল ও গাড়ি জব্দ করেন। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ