হোম > ছাপা সংস্করণ

৪০ বছরেও পাকা হয়নি রাস্তা

মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া

আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার জোড় ব্রিজের কাছ থেকে বড় বাশাইল হাকিম মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা কাঁচা। এতে বড় বাশাইল গ্রামের কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী জানিয়েছে রাস্তাটির বয়স প্রায় ৪০ বছর। এ সময়ের মধ্য রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হয়নি, তাই ক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা।

রাজিহার জোড় ব্রিজের পাশ থেকে বড় বাশাইল হাকিম মোল্লার বাড়ি পর্যন্ত এই আড়াই কিলোমিটার মাটির রাস্তা দিয়ে গ্রামের শতাধিক পরিবারের লোকজন চলাচল করে। বর্ষা মৌসুমে এলাকার লোকজনকে বাশাইল ও রাজিহার বাজার, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং উপজেলা সদরে যাতায়াত করতে ৪-৫ কিলোমিটার ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়।

বড় বাশাইল গ্রামের মোহাম্মদ আলী মোল্লা বলেন, পাকা হওয়াতো দূরের কথা, একখানা ইটও আজ পর্যন্ত কেউ বসায়নি।

রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বলেন, ‘ইউনিয়নের অধিকাংশ রাস্তা পাকা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ রাস্তাটিও পাকা হয়ে যাবে।’

উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান বলেন, ‘রাস্তাটি সরেজমিন পরিদর্শন করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ