বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, ওসমানীনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গত রোববার আলহাজ মিনা বেগম নুরানীয়া মহিলা মাদ্রাসায় এক সভায় এ কমিটি গঠন করা হয়। মাওলানা ছাদিকুর রহমান শিবলীর সভাপতিত্বে সভায় প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি আবু জাফর মো. নুমান বর্তমান কমিটির সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলীকে পুনরায় সভাপতি ও মাওলানা আব্দুল মতিন গজনবীকে সাধারণ সম্পাদক করে পুনরায় কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্যরা হলেন–সিনিয়র সহসভাপতি এম এ রব, হাজী মো. আজির উদ্দিন, আব্দুল মুছাব্বির, সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোবারক, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, সহসাংগঠনিক সম্পাদক মুবাশ্বির আলী, প্রচার সম্পাদক কাজী আবুল কালাম আজাদ প্রমুখ।