আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এ জন্য প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গতকাল রোববার সকালে ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর ইসলামিয়া বিদ্যালয়ে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা হয়।
কর্মশালায় ৩২০ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩৮০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণে অংশ নিয়েছেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ, প্রশিক্ষণ দেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিভাগের উপপরিচালক শাহীন আকন্দ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম, ভেদরগঞ্জে প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম ফজলুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলিমদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছালাহ উদ্দিন।