কেশবপুরে ১০০ পাট চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের হলরুমে চাষিদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএম আরাফাত হোসেন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, যশোর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কান্তি বড়াল, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রঞ্জু মিয়া, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন প্রমুখ।