ওমিক্রনের শঙ্কার মধ্যে দেশে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার আবারও ১ শতাংশের ওপরে উঠেছে। তবে আশার কথা হলো, এদিন মৃত্যুহীন ছিল দেশের সাত বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে ২১১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ১ দশমিক ২২ শতাংশ। আগের দিন এ হার ১ শতাংশের নিচে ছিল। আর নতুন শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১২২ জন।
শনাক্তের সংখ্যা ও হার বাড়লেও কমেছে প্রাণহানি। গত শনিবার তিন বিভাগে চারজনের মৃত্যু হলেও গতকাল রোববার তা একজনে নেমেছে। মারা যাওয়া একমাত্র ব্যক্তি ঢাকার বাসিন্দা। এদিন বাকি সাত বিভাগ ছিল মৃত্যুশূন্য। এতে করোনার শিকার হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৪৮ জনে দাঁড়িয়েছে।
এদিকে করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাব এখনো সেভাবে না পড়লেও ধরনটি ডেলটার চেয়েও অন্তত পাঁচ গুণ বেশি গতিতে ছুটছে ইউরোপসহ বিশ্বের অনেক দেশে। সর্বশেষ ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে ইরানেও। এ নিয়ে অন্তত ৯০টি দেশে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেল।