Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি

ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

তারাগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় আতিকুল ইসলাম নামের এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আলী আহমেদ এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) তাইয়েজুর রহমান লাইজু জানান, তারাগঞ্জের ১০ বছরের এক মেয়েকে ধর্ষণ করেন মেনানগর পূর্ব জুম্মাপাড়া এলাকার আতিকুল ইসলাম। তিনি স্থানীয় মসজিদের ইমাম। শিশুটি তাঁর কাছে প্রাইভেট পড়াত। এই সুযোগে শিশুটিকে মসজিদে থাকার রুমে নিয়ে ২০২০ সালের ১১ এপ্রিল সকালে ধর্ষণ করেন ওই ইমাম। এ ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকিও দেন।

বাসায় যাওয়ার পর শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে বিষয়টি জানাজানি হয়। তখন এলাকাবাসী আতিকুলকে আটক করে পুলিশে দেয়। সেই সঙ্গে গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে তারাগঞ্জ হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা মামলা করলে পুলিশ তদন্ত করে অভিযোগপত্র দেয়। মামলায় ১০ জন আদালতে সাক্ষ্য দেন। সাক্ষীদের জেরা ও শুনানি শেষে বিচারক আসামি আতিকুলকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ