মির্জাপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আদিলুর রহমান খান আদিল। আদিল উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
জানা গেছে, গোড়াই ইউপির চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ার মৃত্যুর পর প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য আদিলুর রহমান খান। পঞ্চম ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হলে আদিলসহ চার নেতা দলের কাছে মনোনয়ন দাবি করেন। পরে মনোনয়ন বোর্ড হুমায়ূন কবীরকে নৌকার মাঝি করেন।
এদিকে আদিলুর রহমান দলীয় মনোনয়ন না পেয়ে পুনরায় ইউপি সদস্য পদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইতিমধ্যে প্রচারণাও শুরু করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘দলের কাছে চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন চেয়েছিলাম। না পেয়ে এখন সদস্য পদেই নির্বাচন করছি।’ জনসেবা করতে শুধু চেয়ারম্যান হতে হবে তা নয়, যেকোনোভাবেই জনগণের সেবা করা সম্ভব বলে মনে করেন তিনি।