ক্রীড়া ডেস্ক
লিভারপুল ও স্টিভেন জেরার্ড যেন অবিচ্ছেদ্য জুটি। শেষের কটা দিন বাদ দিলে নিজের ক্লাব ক্যারিয়ারের পুরোটাই কাটিয়েছেন লিভারপুলে। ইউরোপিয়ান অন্য পরাশক্তিগুলো চেষ্টা করেও জেরার্ডকে কিনতে পারেনি। কিন্তু ক্লাবের প্রতি ভালোবাসা ভুলে আজ রাতে পেশাদারিত্বকে প্রাধান্য দিতে হবে জেরার্ডকে।
অ্যানফিল্ডে আজ লিভারপুলের ‘শত্রু’ পক্ষ অ্যাস্টন ভিলার ডাগআউটের নেতৃত্ব দেবেন এই ইংলিশ কিংবদন্তি। ঘরে অন্য রকম ফেরা নিয়ে জেরার্ড বলেছেন, ‘ম্যাচ ঘিরে যে কোলাহল ও উত্তেজনা, সেটাকে আমি শ্রদ্ধা করি। এই উত্তেজনা অবশ্য অন্যদের জন্য। আমার আসল কাজ হলো দলকে সেরাভাবে প্রস্তুত করা এবং অ্যাস্টন ভিলার জন্য ইতিবাচক ফল আনা।’