ব্রাহ্মণপাড়া উপজেলায় জানুয়ারি মাসে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পুলিশ, বিজিবি ও ডিবি পুলিশের সদস্যরা ২৬টি অভিযানে ২৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসব অভিযানে প্রায় ২৫ লাখ ৪১ হাজার ৫০০ টাকার বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ছাড়া পুলিশ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ আরও ৩৭ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের বিভিন্ন সময়ে ব্রাহ্মণপাড়ার সীমান্তবর্তীসহ বিভিন্ন এলাকায় পুলিশ ২৪টি অভিযান পরিচালনা করে ২৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। এ সময় তাঁদের কাছ থেকে ১০৮ কেজি গাঁজা, ৩৩০টি ইয়াবা ও ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ছাড়া এসব অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।