সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বন্দুক যুদ্ধে আহত হয়েছে অর্ধশতাধিক। গত বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ২৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে গতকাল বুধবার আদালতে পাঠিয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ইসহাকপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী উস্তার গণি ও একই এলাকার নিজামুল করিমের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। গত বুধবার সন্ধ্যায় দুই পক্ষ বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এ ঘটনায় গুলিবিদ্ধ হন ২৫ জন। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘সংঘর্ষের ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।’