চাঁদপুরের কচুয়ায় আজ ৩ দিনের সফরে আসছেন সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।
আজ বুধবার সকাল ১০টায় কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন, ১১টায় উপজেলার কাদলা ইউনিয়নের মনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও বিকেল ৩টায় আয়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন।
এ ছাড়া আগামী বৃহস্পতিবার উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন, সাড়ে ১১টায় জগৎপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আগামী শুক্রবার সাচার ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।