Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

১৭০০ কেজি ওজনের সম্রাটের দাম ১৮ লাখ

১৭০০ কেজি ওজনের ‘সম্রাটের’ দাম ১৮ লাখ

১৭০০ কেজি ওজনের সম্রাটের দাম ১৮ লাখ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১ হাজার ৭০০ কেজি ওজন হয়েছে ষাড় ‘সম্রাটের’। জবাই করার পর এটি থেকে ২৮-৩০ মণ মাংস পাওয়া যাওয়ার দাবি করছেন ষাড়ের মালিক আমানুল্লাহ আমান। তিনি আসন্ন কোরবানির বাজারে ষাঁড়টি বিক্রি করবেন। দাম হাঁকছেন ১৮ লাখ টাকা।

আমানুল্লাহ আমানের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আধারদীঘি গ্রামে।

ষাঁড়টির দেখাশোনার দায়িত্বে থাকা আসাদুল হাবিব জানান, সাড়ে চার বছর ধরে ব্রাহামা জাতের ষাঁড়টি লালন-পালন করা হচ্ছে। এটি শান্ত প্রকৃতির হলেও খামারের বাইরে আনা নেওয়া করতে চার থেকে পাঁচজন লোকের প্রয়োজন হয়। সবার সমন্বয়ে মোটা দড়ির সঙ্গে বেঁধে বাইরে আনা হয় ‘সম্রাট’কে। এটিকে ঘাস, লতাপাতা, গমের ভুসিসহ দামি খাবার খাওয়ানো হয়। প্রতিদিন ষাঁড়টির খাবার লাগে ৭০০ থেকে ৭৫০ টাকার।

স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক আজিজুল হক জানান, ষাঁড়টি উত্তরবঙ্গের সেরা গরু হিসেবে দেখা হচ্ছে। আশপাশের জেলাগুলোতে এত বড় গরু রয়েছে বলে এখন শোনা যায়নি। এটি এক পলক দেখতে বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ ছুটে আসছেন।

খামারি আমানুল্লাহ আমান বলেন, ‘ফিতা দিয়ে মেপে দেখা গেছে ষাঁড়টি ১৩ ফুট লম্বা ও উচ্চতা ৬ ফুট। ষাঁড়টির জীবিত অবস্থায় ওজন ১ হাজার ৭০০ কেজি। এটি জবাই করার পর ২৮-৩০ মণ মাংস পাওয়া যাবে বলে আমরা আশা করছি। গেল বছর কোরবানির করোনার কারণে বাজারে তুলিনি। এবার বাজারে গরুটি বিক্রি করা হবে। ১৮ লাখ টাকা প্রাথমিক মূল্য ধরা হয়েছে।’

আমান দুটি খামারে ৫০ টির বেশি গরু পালন করছেন। গরু দেখাশোনা করার জন্য তাঁর বাবা ও ভাতিজারা সহযোগিতা করেন। গরুর খাদ্যের জন্য তিনি কাঁচা ঘাসের আবাদ করেছেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ