Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সেনা জোনের মতবিনিময়

বান্দরবান প্রতিনিধি

নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সেনা জোনের মতবিনিময়

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাবাহিনীর সদর জোনের কর্মকর্তারা।

গতকাল রোববার সকাল ১০টার দিকে বান্দরবান সদর জোন দপ্তরে এ মতবিনিময় সভায় আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর বান্দরবান সদর কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান। অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলার সদর, আলেক্ষ্যং, তারাছা ও নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ৩৬ জন সাধারণ ও ১২ জন সংরক্ষিত সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, ‘সেনাবাহিনী জনগণের আস্থার একটি নাম। সেনাবাহিনী সব সময় জনগণের নিরাপত্তা বিধানের পাশাপাশি তাঁদের সুখে-দুঃখে পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে থাকে।’

জোন কমান্ডার নবনির্বাচিত জনপ্রতিনিধিরে উদ্দেশ্যে বলেন, ‘জনগণ আপনাদের ওপর যে বিশ্বাস রেখে নির্বাচিত করেছেন, সে বিশ্বাসের মর্যাদা দিয়ে জনগণের সেবায় নিরলসভাবে কাজ করতে হবে।’

লে. কর্নেল মাহমুদুল হাসান আরও বলেন, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসসহ যেকোনো অপরাধ ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে জনপ্রতিনিধি ও জনগণের সহযোগিতা পেলে সেনাবাহিনীর কাজ আরও সহজ হবে।’

নবনির্বাচিত জনপ্রতিনিধিরা সেনা জোনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, নিজ এলাকার জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তাঁরা কাজ করবেন। এলাকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও সেনাবাহিনীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।

সদর জোনের জোনাল স্টাফ কর্মকর্তা ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে জনপ্রতিনিধি ছাড়াও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ