শরীয়তপুর সদর উপজেলায় ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি হয়েছে। চেয়ারম্যান পদে নির্বাচন হওয়া ৭টি ইউনিয়নের মধ্যে ৫ টিতেই পরাজিত হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা।
দ্বিতীয় দফায় শরীয়তপুর সদর উপজেলার ৭টি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। নির্বাচনের বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তুলাসার ইউনিয়নে জামাল হোসেন ও রুদ্রকর ইউনিয়নে সিরাজুল ইসলাম ঢালী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। অপর ৫টি ইউনিয়নের মধ্যে ডোমসার ইউনিয়নে মজিবুর রহমান খান, শৌলপাড়া ইউনিয়নে মো. ভাসানী, আংগারিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, পালং ইউনিয়নে কেএম আজাহার হোসেন, মাহমুদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহজাহান ঢালী স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হিসেবে জয় পেয়েছেন।
১১ নভেম্বরের নির্বাচনে চন্দ্রপুর ইউপিতে আব্দুস সালাম খান ও বিনোদপুর ইউপিতে আব্দুল হামিদ সাকিদার নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ অধ্যুষিত শরীয়তপুরে দলীয় প্রার্থীদের পরাজয় ভাবিয়ে তুলেছে স্থানীয় নেতা-কর্মীদের। পরাজয়ের কারণ হিসেবে কিছু কিছু দলীয় নেতা-কর্মীদের অসহযোগিতা ও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহীদের পক্ষে কাজ করাকেই দুষছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নির্বাচনের শুরু থেকেই কিছু কিছু ইউনিয়নে দলীয় নেতাদের মধ্যে অনেকেই দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গতবারের বিদ্রোহীদের এবারও মনোনয়ন দেওয়া হয়নি। এর প্রভাব পড়েছে নির্বাচনে। এ ছাড়া বিএনপি-জামায়াতের সমর্থকেরাও বিদ্রোহীদের ভোট দিয়েছেন।’