ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়।
রবি মৌসুমে বোরো ধানের উফসী আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণের উদ্যোগে কৃষি প্রণোদনার আওতায় ১ হাজার ২০০ জন কৃষকদের মধ্যে ৫ কেজি বোরো ধান, ১০ কেজি ডিএসপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম, বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন, মৎস্য কর্মকর্তা মাহবুব রহমান খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম ভূঁইয়া বকুল, পৌর মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির প্রমুখ।