বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তালা উপজেলা শাখার বর্ধিত সভা গত শুক্রবার সন্ধ্যায় পাটকেলঘাটায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
যুগ্ম আহ্বায়ক গৌতম কর্মকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব শেখ শাহিদুজ্জামান পাইলট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা মো. মাহাবুব হোসেন মিন্টু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে সরদার ইয়াছিন আলী মেম্বর ও মাসুদ আল কবির রাজন প্রমুখ।