হোম > ছাপা সংস্করণ

ডিমলায় বাড়তি টাকা দিয়েও মিলছে না সার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় চলতি আমন মৌসুমে সারের সংকট দেখা দিয়েছে। প্রতি বস্তা সার কিনতে ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে কৃষকদের। অনেক সময় বাড়তি টাকা দিয়েও সার মিলছে না। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে ২০ হাজার ৪৪৩ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলার বিভিন্ন গ্রামে দেখা গেছে, আমন রোপণ প্রায় শেষের দিকে। কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন পরিচর্যায়। রোপণের ২০ দিনের মধ্যে জমিতে সার দেওয়ার নিয়ম থাকলেও সারসংকট এবং দাম বেশি হওয়ায় তা ছিটাতে পারছেন না কৃষকেরা। ভরা মৌসুমে এই সংকটে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

কৃষকেরা বলছেন, সংকটের কারণে উপজেলায় প্রায় সব ধরনের সার সরকার-নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। ৭৫০ টাকার এমওপি সার বিক্রি হচ্ছে ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। টিএসপি বিক্রি হচ্ছে ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত।

কৃষকদের অভিযোগ, এক বস্তা সারে ব্যবসায়ীরা লাভ করছেন ২০০ থেকে ৭০০ টাকা। ডিলার ও খুচরা সার বিক্রেতারা দোকানে যে মূল্যতালিকা টাঙিয়ে রেখেছেন, সেই দামে সার বিক্রি করছেন না। তাঁরা প্রতি কেজি টিএসপি এবং এমওপি সার ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি করছেন। বাড়তি টাকা দিলেও মিলছে না সার।

ডিলারদের থেকে বাড়তি দামে কিনেও কৃষকদের পর্যাপ্ত সার দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান খুচরা ব্যবসায়ীরা।

বাবুরহাট বাজারের সারের ডিলার আসাদুজ্জামান জানান, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় বাজারে সারের সংকট তৈরি হয়েছে। এ সুযোগে অনেক ডিলার ও খুচরা বিক্রেতা অন্য উপজেলা থেকে সার কিনে বেশি দামে বিক্রি করে থাকতে পারেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দর আলী বলেন, বাজারে এমওপি সারের সংকট আছে, তবে অন্যান্য সার পর্যাপ্ত আছে। কোনো ব্যবসায়ী কৃষকদের কাছে বেশি মূল্যে সার বিক্রি করলে অবশ্যই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন